Site icon The Bangladesh Chronicle

সাকিব-বাটলার কেউ ভাবেননি হোয়াইটওয়াশ করবেন কিংবা হবেন

ট্রফির সাথে দুই দলের অধিনায়করা। – ছবি : সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড হোয়াইটওয়াশ হবে বাংলাদেশের কাছে, তবুও আবার টি-টোয়েন্টি সিরিজে! সিরিজ শুরুর আগে তা শুধুই বিলাসী কল্পনা ছিল বটে। তবে এমনটাই ঘটে গেছে আজ মঙ্গলবার। বাংলাদেশের কাছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড হোয়াইটওয়াশ! বিষয়টা ভাবতে পারেননি দুই দলের অধিনায়করাও।

ঘরের মাঠে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও ইংলিশদের লজ্জায় ডুবিয়ে ৩-০তে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে লাল-সবুজের দলটি। শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকরা জিতেছে ১৬ রানে। কিন্তু হোয়াইটওয়াস করার কিংবা হোয়াইটওয়াস হতে পারেন; এমন কোনো ভাবনাই ছিল না দুই দলের কারো মাঝে।

হোয়াইটওয়াশ হয়ে সরল স্বীকারুক্তিই দিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। সরাসরিই বললেন- এমন তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হবেন, তা ভাবেননি তিনি। তিনি বলেন, ‘আমাদের জন্য হতাশাজনক, কিন্তু বাংলাদেশকে অভিনন্দন। তারা আমাদের ধারণাও ছাড়িয়ে গেছে এবং তাদের জয়ের দাবিদার। তবে বাংলাদেশে আসার আগে কখনো ভাবিনি হোয়াইটওয়াশ হবো।’

ইংলিশদের হোয়াইটওয়াশ করবেন, সিরিজ শুরুর আগে এমনটা ভাবেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও। তিনি বলেন, ‘সিরিজ শুরুর আগে এভাবে জেতার কথা চিন্তা করিনি। ভালো ক্রিকেট খেলতে চেয়েছি শুধু। টি-টোয়েন্টিতে ছোট ছোট ডিফারেন্স মেক করে, ওই জায়গায় টিক মার্ক দিয়েছি।’

 

Exit mobile version