Site icon The Bangladesh Chronicle

সাকিবের মতো সিরিয়াস কেউ নেই, প্রশ্ন নেই তার সক্ষমতা নিয়েও : বিসিবি সভাপতি

সাকিবের মতো সিরিয়াস কেউ নেই, প্রশ্ন নেই তার সক্ষমতা নিয়েও : বিসিবি সভাপতি – ছবি : সংগৃহীত

বছর তিনেক আগে এক পোগ্রামে সাকিব আল হাসানকে প্রশ্ন করা হয়, ‘বাংলাদেশ বিশ্বকাপ জিতবে কবে?’ সঞ্চালকের এমন প্রশ্নে দ্বিধাহীন সাকিবের সাহসী উত্তর ছিল, ‘২০২৩ সালে। কারণ সেটা আমার শেষ বিশ্বকাপ।’

স্বপ্ন সাকিব আল হাসান অনেক আগেই দেখেছিলেন, দেখিয়েছিলেন। এবার সেই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্বও অর্পিত হলো তার উপরেই। নানান নাটকীয়তা শেষে ওয়ানডে দলের নেতৃত্ব উঠেছে সাকিবেরই কাঁধে। তার অধিনায়কত্বেই ভারত বিশ্বকাপে মাঠে নামবে লাল-সবুজের জার্সিধারীরা।

বড় বিশ্বাস আর এক বুক স্বপ্ন নিয়ে সাকিবের হাতে দলের নেতৃত্ব তুলে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিশ্বসেরা এই অলরাউন্ডারের হাত ধরে বিশ্বকাপে ভালো কিছুর প্রত্যাশা করছেন তিনি। কেন সাকিবের প্রতি এত বিশ্বাস, তাও আর লুকাননি। বললেন, সাকিবের চেয়ে সিরিয়াস দেখছেন না আর কাউকে।

এই প্রসঙ্গে বললেন, ‘ওর সক্ষমতা নিয়ে তো কোনো সন্দেহ নেই। একটা জিনিস খুব ভালো লাগছে আমার। সেটা হচ্ছে সাকিবকে নিয়ে আমার একটা সন্দেহ ছিল, সে কতটা সিরিয়াস বা কোন খেলাটা খেলবে কিংবা খেলবে না (এই নিয়ে)। এখন দেখছি, ওর চেয়ে সিরিয়াস কেউ নেই ক্রিকেট নিয়ে।’

মূলত ক্রিকেটে সাকিবের ব্যস্ততাই বিসিবি সভাপতিকে মুগ্ধ করেছে। পাপন বলেন যে- ‘আমাদের যে পরিমাণ খেলা, সেগুলো তো খেলছেই। এরপর কানাডায় গেল, এখন আবার শ্রীলঙ্কায় গেল। এখন বিশ্বকাপে অধিনায়কত্বের দায়িত্ব, আমার কাছে মনে হয়, সে এখন টোটালি ফোকাসড অন ক্রিকেট। এটা খুব বড় বিষয়।’

তবে ব্যাট-বল হাতে ক্রিকেট মাঠে সাকিবের নিবেদন নিয়ে যে প্রশ্ন ছিল না কোনো কালে, সেটাও স্মরণ করিয়ে দেন নাজমুল হাসান পাপন। বলেন, ওর নিবেদন, সামর্থ্য ও সম্ভাবনা নিয়ে কখনো কারো সন্দেহ থাকার প্রশ্নই ওঠে না।’

Exit mobile version