Site icon The Bangladesh Chronicle

সাকিবের ইনজুরি, খেলা নিয়ে আছে শঙ্কা

চোটে পড়েছেন সাকিব আল হাসান – ফাইল ছবি

দুঃসময় যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ দলের। দল মাঠে পাড় করছে খারাপ সময়, মাঠের বাইরেও পরিস্থিতি উত্তপ্ত। এর মাঝেই এলো এক দুঃসংবাদ। চোটে পড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। রয়েছে বড় শঙ্কা!

আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। কিন্তু সেই ম্যাচে টস করতে আসেননি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার বদলে মেহেদী মিরাজকে দেখা যায় নেতৃত্ব দিতে।

এরপর খবর নিয়ে যা জানা যায়, তা দেশের ক্রিকেটের জন্য বড় ধাক্কাই বটে। চোটে পড়েছেন অধিনায়ক সাকিব। অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পান তিনি। পা অনেকটাই ফুলে উঠেছে।

জানা যায়, এই অ্যাংকেল ইনজুরির কারণেই আজকের প্রস্তুতি ম্যাচে খেলতে পারছেন না তিনি। খেলতে পারবেন না দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও, ইংল্যান্ডের বিপক্ষে। এমনকি বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে খেলা নিয়েও রয়েছে শঙ্কা।

এদিকে প্রস্তুতি ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের একাদশে নেই নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও অধিনায়ক সাকিব আল হাসান।

Exit mobile version