Site icon The Bangladesh Chronicle

সাংহাইয়ে বিনিয়োগ সম্মেলন: বাংলাদেশের নতুন সম্ভাবনার দরজা?

চীনের সাংহাই শহরে ২১ জুলাই বসছে এক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সেমিনার, যার মূল লক্ষ্য বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের পথ সুগম করা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে ইলেকট্রনিকস, টেক্সটাইল, কৃষি, বায়োটেকনোলজি, ওষুধ ও চিকিৎসা যন্ত্রাংশ খাতের শতাধিক চীনা বিনিয়োগকারী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ও চীনের পতাকা

এই সেমিনারকে কেন্দ্র করেই বাংলাদেশ থেকে একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি দল চীন সফর করছে। ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত এই সফরে প্রতিনিধি দলটি চীনের সাংহাই ও গুয়াংজু শহরে একাধিক বৈঠকে অংশ নেবে, যার মূল উদ্দেশ্য হলো চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করা।

এই গুরুত্বপূর্ণ সফরের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তার সঙ্গে বিডা ও বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।

বিনিয়োগের আলোচনাকে আরও ফলপ্রসূ করতে প্রতিনিধি দলে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি ব্যাংক খাতের শীর্ষস্থানীয় প্রতিনিধিরাও রয়েছেন। এদের মধ্যে এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও সিটি এনএ-এর মতো আন্তর্জাতিক ব্যাংকের কর্মকর্তারাও আছেন, যা বিনিয়োগ প্রক্রিয়ায় আর্থিক সহায়তার আশ্বাস দিচ্ছে।

সফর শুরুর আগে দলের প্রধান আশিক চৌধুরী বিনিয়োগকারীদের আগ্রহের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমাদের এই সফর ঘিরে চীনের বিনিয়োগকারীদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ দেখা গেছে। আমরা তাদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিতে প্রস্তুত।’

Exit mobile version