Site icon The Bangladesh Chronicle

সাংবাদিক বোনের প্রশ্নে যে জবাব দিলেন জাকের আলী

সাংবাদিক বোনের প্রশ্নে যে জবাব দিলেন জাকের আলী

কাগজে কলমে জাকের আলীর অভিষেক হয়েছে গত বছর অক্টোবরে। সেটা এশিয়ান গেমসে, যেখানে খেলেছে দ্বিতীয় সারির দল। নিজ মাঠ সিলেটে গতকাল বাংলাদেশের হয়ে ‘আসল’ অভিষেক হয়েছে জাকেরের। লঙ্কানদের বিপক্ষে ২০৭ রান তাড়ায় বাংলাদেশের যখন কোন আশা দেখা যাচ্ছিল না তখন ডানহাতি ব্যাটার করলেন ৩৪ বলে ৬৮ রান। দল না জিতলেও বীরত্ব দেখিয়ে আলো কাড়েন তিনি। বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টি ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখন জাকেরের।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা ৩ রানে হারার পর সংবাদ সম্মেলনে এসেছেন জাকের আলী অনিক। হারের কারণ, দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলার অনুভুতিসহ নানান বিষয়ে একে একে অনেক প্রশ্নই করছেন সাংবাদিকরা। এই ম্যাচ দেখতে তার বড় বোন স্থানীয় সাংবাদিক শাকিলা ববি তার স্বামী ও সন্তান নিয়ে উপস্থিত ছিলেন। পেশাদার সাংবাদিক শাকিলা পরে সংবাদ সম্মেলনেও অংশ নেন।

অন্যান্য সাংবাদিকের কয়েকটি প্রশ্নের পর ভাইকে প্রশ্ন করার সুযোগ পান শাকিলা। সম্পর্কের জায়গা সরিয়ে পেশাদার আদলে তিনি জিজ্ঞেস করেন, ‘আপনি সিলেটের ছেলে। ঘরের মাঠে পারফর্ম করলেন, মানুষ আপনার পক্ষে ছিলো। কতটা উপভোগ করেছেন?’

‘আপু..’ বলে ভাইয়ের (জাকের) উত্তর, ‘আমি সব সময় সিলেটের মাঠে খেলতে পছন্দ করি। আমার প্রথম শ্রেণীর অভিষেকও এখানে। আমি আগেও বলেছি এই মাঠের আবহ সম্পর্কে আমার ধারণা আছে। উইকেট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিলো। গুড টু ব্যাট অন।’

স্বামী-সন্তানের সঙ্গে জাকেরের বোন শাকিলা ববি

একটু পর আরেক সাংবাদিক যখন প্রশ্ন করলেন জাকেরকে- সংবাদ সম্মেলনে মাইক্রোফোনের সামনে নিজের বড় বোনের প্রশ্নের জবাব দিতে কেমন লাগছে, তখন জাকেরের উত্তর, ‘উনি নিশ্চয়ই নিজের ভাইকে নিয়ে খুবই গর্বিত। তাকে দেখে খুব খুশি মনে হচ্ছে। আল্লাহর ইচ্ছাতেই সবকিছু হয়েছে।’

জাকেরের বোন শাকিলা ববির স্বামী মামুন হোসেন একটি পত্রিকার ফটোসাংবাদিক। শাকিলার আরেকটি পরিচয়ও আছে। তিনি হবিগঞ্জ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। খেলাধুলা অবশ্য জাকেরের রক্তেই। পাঁচ-ভাই বোনের পরিবারের মধ্যে চারজনই খেলাধুলা করেছেন। তার স্ত্রী নাফিসা তাবাসসুম জাতীয় পর্যায়ের আর্চার।

samakal

Exit mobile version