Site icon The Bangladesh Chronicle

সহিংসতার প্রতিবাদে লাল প্রোফাইলে সয়লাব ফেসবুক

সহিংসতার প্রতিবাদে লাল প্রোফাইলে সয়লাব ফেসবুক

কোটা আন্দোলনকারীদের ডাকে সামাজিক মাধ্যমে প্রোফাইল ছবি লাল করে সহিংসতার প্রতিবাদ জানাচ্ছেন ব্যবহারকারীরা। সরকারের পক্ষ থেকে আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা অনুযায়ী সরকার-সমর্থকদের অনেকে ফেসবুক প্রোফাইলে কালো রঙের ফ্রেম জুড়েছেন। তবে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা।

সোমবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষার্থীরা তাদের প্রোফাইলের ছবি লাল রঙের করেন। অনেকে আবার মুখে ও চোখে লাল কাপড় বাঁধা ছবিও নিজের প্রোফাইল পিকচার হিসেবে দিয়েছেন। এসব ব্যক্তির মধ্যে শিক্ষক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, লেখক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ আছেন।

এ বিষয়ে সমকালের সাংবাদিক রাফি আহমেদ দেওয়ান বলেন, আমি শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ফেসবুকের প্রোফাইল লাল রঙে রাঙিয়েছি। এই লাল রঙ আমাদের নিহত শিক্ষার্থীদের রক্তের প্রতীক।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সানজিদা জুঁই লাল রঙের ফেসবুক প্রোফাইল শেয়ার করে লিখেছেন, প্রহসনের শোক রূপান্তরিত হোক শক্তিতে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, ‘আমরা প্রোফাইল পিকচার লাল করেছি রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যানের জন্য। অত্যাচার, নির্যাতন করে নিরীহ শিক্ষার্থীদের যারা মারছে, তাদের আগে বিচারের আওতায় আনতে হবে। তারপর না হয় রাষ্ট্রীয় শোক পালন করব।’

শিক্ষকদের মধ্যে সাইফুল আলম চৌধুরী লিখেছেন, ‘এত মানুষের মৃত্যুর পরও কেন মানুষ কালোকে বেছে না নিয়ে লালকে বেছে নিল? আপনাদের ধ্বংসযজ্ঞ, ষড়যন্ত্র, তৃতীয় শক্তি, পানি ছিটানো, গুজব রোধ, নিরাপত্তা হেফাজত- এসব তত্ত্ব আর ন্যারেটিভের বিরুদ্ধে এটা যে কত বড় শক্ত প্রতিবাদ, সেটা আপনাদের মতো বড় বড় ন্যারেটিভের জন্মদাতা ও প্রচারকের বোঝার ক্ষমতা নেই। কালো যেখানে শোকের প্রতীক, লাল সেখানে বিপ্লব আর ভালোবাসার রং। লাল শৌর্যবীর্য আর সাহসিকতার প্রতীক।’

এদিকে সরকারের পক্ষ থেকে ফেসবুক বন্ধ রাখা হলেও আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজের ভেরিফায়েড প্রোফাইলে কালো প্রোফাইল পিকচার দিয়েছেন।

এছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা রাষ্ট্রীয় শোক হিসেবে নিজেদের ফেসবুক প্রোফাইলে কালো ফ্রেম সাঁটিয়েছেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, কেন্দ্রীয় নেতা বরিকুল ইসলাম, আবদুল আলীম খান, মুনেম শাহরিয়ার, রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, রিয়াজুল ইসলামসহ অনেকের প্রোফাইলেই কালো ফ্রেম দেখা গেছে।

ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম লিখেছেন, ‘শিবির-ছাত্রদল, বিএনপি-জামায়াত সবাই দেখি আজ কমরেড হয়ে গেছে। তাদের ডিপি (ডিসপ্লে পিকচার) আজ লাল আর লাল। এমন কেন ওরা?’

এর আগে সোমবার মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

samakal

Exit mobile version