Site icon The Bangladesh Chronicle

সর্বোচ্চ দামে সোনা, ভরি এখন ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা

দেশের বাজারে আরেক দফা বাড়ছে সোনার দাম। এবার দাম বাড়ছে ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৪৯ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। দেশের বাজারে এটিই হবে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। আগামীকাল সোমবার থেকে নতুন এই দর কার্যকর হবে।

এ নিয়ে দেশের বাজারে টানা ষষ্ঠ দফায় সোনার দাম বাড়ল। আজ রোববার নতুন করে সোনার দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে সর্বশেষ ১৯ নভেম্বর দেশে সোনার দাম বেড়েছিল। নতুন করে দাম বাড়ানোর কারণ হিসেবে জুয়েলার্স সমিতি বলছে, স্থানীয় বাজারে পাকা সোনার দাম বেড়ে যাওয়ায় দর সমন্বয় করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে নতুন এই দর কার্যকর হবে।

চলতি বছরের ২০ জুলাই দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ টাকা ছাড়িয়েছিল। তখন ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৭৭৭ টাকা। মাঝে মূল্যবান এই ধাতুর দাম কিছুটা কমলেও ১৬ অক্টোবর আবার তা এক লাখ টাকা ছাড়ায়। তখন প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ৫৪৪ টাকায় ওঠে। এরপর টানা আরও কয়েক দফায় সোনার দাম বেড়েছে।

জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, আগামীকাল সোমবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের সোনার দামও বাড়ছে। হলমার্ক করা ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি পেয়ে হবে ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা। আর ১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা বৃদ্ধি পেয়ে হবে ৮৮ হাজার ৪৭১ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা বেড়ে প্রতি ভরির নতুন দাম হবে ৭৩ হাজার ৭১৬ টাকা।

বাজারে রুপার দাম অবশ্য অপরিবর্তিত রয়েছে। হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা। আর হলমার্ক করা ২১ ক্যারেট রুপার প্রতি ভরির দাম পড়বে ১ হাজার ৬৩৩ টাকা।

প্রথম আলো

Exit mobile version