Site icon The Bangladesh Chronicle

সর্বোচ্চ উইকেট আসিথার, বাংলাদেশের পক্ষে সাকিব

সর্বোচ্চ উইকেট আসিথার, বাংলাদেশের পক্ষে সাকিব – ফাইল ছবি


১৩ উইকেট নিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো।

২ টেস্টের ৩ ইনিংসে ১৩ উইকেট নিয়েছেন আসিথা। চট্টগ্রামে প্রথম টেস্টে ৩ এবং ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্টে ১০ উইকেট নেন তিনি। ঢাকা টেস্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আসিথাই।

দ্বিতীয় সর্বোচ্চ ১১ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার আরেক পেসার কাসুন রাজিথা। চট্টগ্রামে প্রথম টেস্টে কনকাশন সাব হিসেবে খেলতে নেমে ৪ উইকেট নেন তিনি। চট্টগ্রামে দারুণ পারফরমেন্সের সুবাদে ঢাকা টেস্টের মূল একাদশে অনায়াসে জায়গা পান রাজিথা। সেখানেও নিজেকে মেলে ধরেন তিনি। প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন রাজিথা।

৯ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে বাংলাদেশের সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৩ ও ১ উইকেট নিয়েছিলেন তিনি। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেন সাকিব।

সেরা পাঁচের পরের দু’টি স্থানে আছেন বাংলাদেশের দুই স্পিনার নাইম হাসান ও তাইজুল ইসলাম। ১ টেস্টে নাইম ৬ ও তাইজুল ২ টেস্টে ৫ উইকেট নিয়েছেন। চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিজের ক্যারিয়ার সেরা ১০৫ রানে ৬ উইকেট নেন নাইম। দ্বিতীয় ইনিংসে উইকেট শূন্য থাকা এ বোলার আঙ্গুলের ইনজুরিতে পড়েন। যে কারেণ ঢাকা টেস্টে খেলতে পারেননি তিনি।

Exit mobile version