Site icon The Bangladesh Chronicle

সর্পিল অর্থনৈতিক সংকটে উত্তপ্ত গার্মেন্ট খাত

 

রিজার্ভের পতন। গত দুই বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ২৯ শতাংশ। অন্যদিকে গত অর্থবছরে সরকারের রাজস্ব আয় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১ লাখ কোটি টাকা কম। সরকারের ব্যয় নির্বাহের জন্য কেন্দ্রীয় ব্যাংককে টাকা ছাপিয়ে জোগান দিতে হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে সব পণ্যের দাম কমলেও বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়েছে। সর্পিল এ অর্থনৈতিক সংকটে (স্পাইরাল ইকোনমিক ক্রাইসিস) সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস। বাজারের অব্যবস্থাপনা ও মধ্যস্বত্বভোগীদের দুর্বৃত্তায়নে চাল, ডিম, আলুসহ সবকিছুই শ্রমিকের ক্রয়ক্ষমতার ওপরে বিপুল চাপ তৈরি করেছে। ক্রমেই বিভিন্ন খাতে ছড়িয়ে পড়েছে শ্রম অসন্তোষ।

Exit mobile version