- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ জানুয়ারি ২০২১
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বৃহস্পতিবার বলেছেন, সরকার পতনের সক্ষমতা বিএনপির নেই।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরকার পতনের আন্দোলনের কথার জবাবে কুষ্টিয়া শহরের নিজ বাড়িতে সাংবাদিকদের এ কথা বলেন হানিফ।
‘যেখানে বিনামূল্যে দেয়ার চেষ্টা চলছে সেখানে লুটপাটের প্রসঙ্গ অযৌক্তিক এবং অবান্তর,’ বলেন হানিফ।
এসময় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস