- ২৪ ডেস্ক
অবশেষে গেজেট আকারে প্রকাশিত হলো ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫’। বুধবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে। এর ফলে সরকারি চাকরির নিয়মে আনা পরিবর্তনগুলো এখন থেকেই প্রযোজ্য হবে।
এই অধ্যাদেশটি চূড়ান্ত রূপ পাওয়ার আগে কয়েকটি ধাপ অতিক্রম করেছে। সর্বশেষ গত ৩ তারিখে উপদেষ্টা পরিষদ এর চূড়ান্ত অনুমোদন দেয়। এরও আগে, গত ২২ মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন করেছিল। উভয় ক্ষেত্রেই আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের আইনি মতামত (ভেটিং) নেওয়ার শর্ত ছিল।
তবে বহুল আলোচিত এই অধ্যাদেশে সরকারি চাকরির বিধিমালায় ঠিক কোন কোন বিষয়ে পরিবর্তন আনা হয়েছে, সে সম্পর্কে আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। ফলে সংশোধনীগুলো সম্পর্কে এখনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি।