Site icon The Bangladesh Chronicle

সম্পর্ক জোরদারে ওয়াশিংটনে সিরিজ বৈঠকে পররাষ্ট্র সচিব

সম্পর্ক জোরদারে ওয়াশিংটনে সিরিজ বৈঠকে পররাষ্ট্র সচিব

নানা খাতে সহযোগিতা জোরদারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিবিড় করার বিষয়ে ওয়াশিংটনে সিরিজ বৈঠক করবেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জন বাসসহ মার্কিন প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে স্থানীয় সময় বৃহস্পতি ও শুক্রবার বৈঠকে বসবেন পররাষ্ট্র সচিব। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি নিউইয়র্কেই ছিলেন। সেখান থেকে বুধবার রাতে ওয়াশিংটনে পৌঁছান জসীম উদ্দিন।

সংস্কারের মাধ্যমে দেশ এগিয়ে নিতে যে সব উদ্যোগ নেওয়া হয়েছে তাতে জোরালোভাবে যুক্তরাষ্ট্রকে পাশে চায় বাংলাদেশ। বিভিন্ন খাতে সংস্কার, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, শ্রম ও মানবাধিকার, সুশাসন, দুর্নীতি ও সন্ত্রাসবাদ দমন, প্রতিরক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা ওয়াশিংটনের ছয় বৈঠকে।

জানা গেছে, জন বাস ছাড়াও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক লিন্ডসে ফোর্ড, উপপররাষ্ট্রমন্ত্রী রিচার্ড ভার্মা, সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও পররাষ্ট্র সচিবের বৈঠকের কথা রয়েছে। তিনি ওই দিন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। সেখানে অন্যদের সঙ্গে উপস্থিত থাকবেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

পররাষ্ট্র সচিব কাল শুক্রবার মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন ব্যুরোর ভারপ্রাপ্ত সমন্বয়কারী শেলবি স্মিথুউইলসনের সঙ্গে বৈঠক করবেন।

৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকার কোনো কর্মকর্তা ওয়াশিংটনে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসছেন। এর আগে গত ১৫ সেপ্টেম্বর ঢাকায় এসেছিল যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

samakal

Exit mobile version