Site icon The Bangladesh Chronicle

সমুদ্র অর্থনীতিকে এগিয়ে নিতে চায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

সমুদ্র অর্থনীতিকে এগিয়ে নিতে চায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র – ছবি : সংগৃহীত

 


জ্ঞান, তথ্য এবং ধারণা ভাগাভাগি করে নেয়ার মাধ্যমে একসাথে কাজ করে সমন্বিতভাবে ব্ল ইকোনমি বা সমুদ্র অর্থনীতিকে এগিয়ে নেয়ার ব্যাপারে নানা উপায় নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুসারে, বাংলাদেশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে মার্কিন সরকার স্যাটেলাইট বা অন্য প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশকে মাছ/ সামুদ্রিক খাবার প্রক্রিয়াজাতকরণের ব্যাপারে প্রযুক্তিগত সহায়তা করবে।

সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ অনুষ্ঠিত এক বৈঠকে এ ব্যাপরটি নিয়ে দুদেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় ২০১৯ সালে সমুদ্র অর্থনীতির ওপর ভারত মহাসাগরের পাশের দেশগুলোর সাথে মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করে যুক্তরাষ্ট্র।

উভয়পক্ষ বিজ্ঞান, আধুনিক ব্যবস্থাপনা, কার্যকর কার্যকরকরণ, সত্যিকারের অংশিদার ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে সমুদ্র অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানোর ওপর বেশি ‍গুরুত্বারোপ করেছে।

সূত্র : ইউএনবি

Exit mobile version