Site icon The Bangladesh Chronicle

সমর্থন দেখে ফখরের মনে হচ্ছে, ম্যাচ পাকিস্তানেই হচ্ছে

Prothom Alo|খেলা ডেস্ক

দেশের মাটিতেই পাকিস্তানের জার্সি-পতাকা নিয়ে খেলা দেখেছেন অনেক ছবি: প্রথম আলো

প্রথম ম্যাচে গ্যালারিতে বাংলাদেশের চেয়ে পাকিস্তানের সমর্থকই যেন তুলনামূলক বেশি ছিল। এমনকি গ্যালারিতে পাকিস্তানের পতাকাও উড়েছে। এ নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজের হতাশা লুকাতে পারেননি।

শুক্রবার ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে এ ব্যাপারে একটি স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি, ‘খেলার সঙ্গে কোনো কিছু মেলানো যায় না এটা ঠিক, কিন্তু খেলাটা যখন আমাদের দেশে, আর খেলছে আমাদের দেশ, সেখানে অন্য যে দেশই খেলুক না কেন, তাদের পতাকা তাদের দেশের মানুষ ছাড়া আমাদের দেশের মানুষ ওড়াবে, এটা দেখে সত্যি কষ্ট লাগে। যে যাই বলুক, ভাই, দেশটা কিন্তু আপনার। আজ হয়নি তো কাল হবে, না হলে পরশু হবে। আপনারা পাশে না থাকলে আর হবেই না। হারি বা জিতি স্টেডিয়ামে আমাদের দেশের পতাকা উড়ুক, চিৎকার হোক বাংলাদেশ।’

বাংলাদেশের সমর্থন পেয়ে ভালো লাগছে ফখরের ছবি: প্রথম আলো

মাশরাফির এই স্ট্যাটাসের পরও শনিবার গ্যালারিতে পাকিস্তানকে সমর্থন দিয়েছেন অনেক দর্শক। শনিবার তাই ম্যাচসেরা ফখর জামানকে প্রশ্ন করা হয়েছিল এ ব্যাপারে। ফখর এর জবাবে জানান, এত সমর্থন তাঁদেরও বিস্মিত করেছে, ‘আমি বুঝতে পারছি না (এত সমর্থনের কারণ)। ২০১৮ সালেও এখানে এসেছিলাম, তখন এত মানুষকে আমাদের সমর্থন করতে দেখিনি। সবাইকে ধন্যবাদ। মনে হচ্ছে, পাকিস্তানেই ম্যাচ হচ্ছে। উইকেট পেলে বা ভালো শট খেললে বেশ সমর্থন পাচ্ছি। বাংলাদেশের সমর্থকেরাও আমাদের সমর্থন করছেন। বেশ ভালো লাগছে।’

Exit mobile version