- ২৪ ডেস্ক
- ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের গত ১০ মে জারি করা এক গণবিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ সচিবালয়, যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন এবং এর আশপাশের এলাকায় সব ধরনের র্যালি, সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগোসোমবার রাতে ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
