Site icon The Bangladesh Chronicle

সংবাদে ছাত্রলীগ সভাপতির নাম উল্লেখ না করায় সাংবাদিককে মারধর!

– ছবি : সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সংবাদে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের নাম উল্লেখ না করায় এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সাংবাদিক আশিকুল হক রিফাত ‘দ্য ডেইলি ক্যাম্পাস’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

তিনি স্যার এ এফ রহমান হলের আবাসিক ছাত্র।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দেয়া অভিযোগপত্রে রিফাত অভিযোগ করেন, ভাষাবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং একই হলের আবাসিক শিক্ষার্থী ফারহান তানভীর নাসিফ বৃহস্পতিবার সংবাদে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের নাম উল্লেখ না করায় তাকে কটূক্তি করেন।

রিফাত বলেন, ‘একটি প্রতিবেদনে আল নাহিয়ান খান জয়ের নাম হাইলাইট না করায় এর আগে নাসিফ ও আমার মধ্যে বাগ-বিতণ্ডা হয়। বৃহস্পতিবার একই বিষয় নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং তিনি আমাকে মারধর করেন।’

তবে এ বিষয়ে নাসিফের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।

স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, আমি তাদের দুজনের সাথে আলাদাভাবে কথা বলেছি।

এ এফ আর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাইফুল হক বলেন, ‘অভিযোগ তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

সূত্র : ইউএনবি

Exit mobile version