Site icon The Bangladesh Chronicle

শ্রম উপদেষ্টা: মালিকরা গার্মেন্টস শ্রমিকদের হয় বেতন দেবেন, না হয় জেলে যাবেন

আগামী ২৮ মে এর মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন ও ভাতা পরিশোধ করতে হবে, না হলে মালিকদের জেলে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

সচিবালয়ে এক বৈঠকে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন

বুধবার (২১) সকালে সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদকে ঘিরে নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিয়ে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

শ্রম উপদেষ্টা বলেন, ইতোমধ্যে টিএনজেড গার্মেন্টস ও মাহমুদ গার্মেন্টসসহ পাঁচটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এদের মধ্যে কেউই ঢাকার বাইরে যেতে পারবেন না, দেশ ছেড়ে যাওয়ার তো প্রশ্নই আসে না।

সম্প্রতি গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না হওয়ায় রাজধানীর যমুনা ও কাকরাইলে শ্রম ভবনের সামনে শ্রমিক সংগঠনগুলোর ঘেরাও কর্মসূচির কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে গতকাল রাত ৭টা পর্যন্ত আমরা গার্মেন্টস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করি। সেখানে মালিকরা জানিয়েছেন, প্রয়োজনে ঘরবাড়ি বিক্রি করেও ২৮ তারিখের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করবেন।

তিনি আরও বলেন, গার্মেন্টস মালিকরা হয় শ্রমিকদের বেতন দেবেন, না হয় জেলে যাবেন। যারা বেতন দিতে পারবেন না, তাদের মালিক থাকার অধিকার নেই। অনেকে ফ্যাশনের জন্য গার্মেন্টস খোলেন—এটা বরদাস্ত করা হবে না।

বৈঠকে শ্রমিকদের বিষয়ে ছাড়াও আসন্ন ঈদে নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি।

উপদেষ্টা জানান, ঈদের আগে-পরে কোনো বাল্কহেড নদীতে চলাচল করতে পারবে না, এবং যাত্রীবাহী লঞ্চগুলোতে চারজন করে সশস্ত্র আনসার মোতায়েন থাকবে।

এছাড়া, সময়মতো আবহাওয়া পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদপ্তরকে আহ্বান জানান তিনি।

Exit mobile version