Site icon The Bangladesh Chronicle

শেষ হাসি ইংল্যান্ডের: বিফলে গেল জাদেজা বীরত্ব

টেস্ট ক্রিকেটের নিবেদনে যে কমতি নেই সেটি আরও একবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলো লন্ডন টেস্ট। ইংল্যান্ড ও ভারতের সিরিজের তৃতীয় টেস্ট আগা-গোড়া উপহার দিয়েছে উত্তেজনা আর রোমাঞ্চ। আজ সোমবার থ্রিলার টেস্টে শেষ হাসি হেসেছে ভারত। ২২ রানের নাটুকে জয়ে পাঁচ ম্যাচের সিরিজে দ্বিতীয়বার এগিয়ে গেল ইংলিশরা (২-১)।

মোহাম্মদ সিরাজকে সান্ত্বনা দেন জ্যাক ক্রলি ও জো রুট (ডানে)। ছবি: ফেসবুক

বিফলেই গেল রবিন্দ্র জাদেজার ব্যাটিং বীরত্ব। ১৮১ বলে ৬১ রানে অপরাজিত থাকেন ভারতীয় অলরাউন্ডার। লেজের সারির তিন ব্যাটার নিতিশ কুমার রেড্ডি (৫৩ বলে ১৩), জাসপ্রিত বুমরাহ (৫৪ বলে পাঁচ) ও মোহাম্মদ সিরাজকে (৩০ বলে চার) নিয়ে জাদেজা যে লড়াইটা করেছেন সেটির বিশেষণ হতে পারে এক কথায় অবিশ্বাস্য।

তিন সঙ্গীকেই হারিয়ে ফেলেন জাদেজা। শেষ ব্যাটার হিসেবে মোহাম্মদ সিরাজ আউট হতেই তিনি হয়ে পড়লেন নিঃসঙ্গ। হতাশায় উইকেটেই ব্যাট আর হাঁটু গেড়ে বসে পড়েন সিরাজ। এই দৃশ্য বহু বছর চোখে ভাসবে টেস্ট ক্রিকেটপ্রেমীদের। জয়ের জন্য সম্ভাব্য সব চেষ্টাই করেছেন জাদেজারা। কিন্তু সঙ্গীর দুর্ভাগ্যের কারণে হতাশ হতে হলো তাদের।

নাটুকে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। পুরো টেস্টে অলরাউন্ডিং পারফর্ম করেছেন তিনি। যখনই প্রয়োজন হয়েছে ত্রাণকর্তারূপে হাজির হয়েছেন স্টোকস। ব্যাট হাতে দুই ইনিংসে ৩৩ ও ৪৪ রান করেছেন তিনি। বল হাতে দ্বিতীয় ইনিংসে নেন ভারতের তিন উইকেট। প্রথম ইনিংসে আরও দুটি শিকার ছিল তার।

লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আজ সোমবার পঞ্চম ও শেষ দিনে ভারতের দরকার ছিল ১৩৫ রান। ইংল্যান্ডের ছয় উইকেট। স্বাগতিকরা সমীকরণ মিলিয়েছে। ১৯৩ রানের লক্ষ্যের খুব কাছে গিয়েও পারল না শুভমান গিলের দল। দ্বিতীয় ইনিংসে ১৭০ রানে গুটিয়ে যায় ভারত। ইংলিশরা তুলেছিল ১৯২ রান। এর আগে দুই দলেরই প্রথম ইনিংস শেষ হয় ৩৮৭ রানে।

চার উইকেটে ৫৮ রানে দ্বিতীয় ইনিংস ও পঞ্চম দিনের খেলা শুরু করে ভারত। চতুর্থ দিন প্রতিপক্ষকে দেওয়া এই চাপ ইংল্যান্ডকে কিছুটা হলেও ম্যাচে এগিয়ে রাখে। যেখানে বড় ভূমিকায় অধিনায়ক স্টোকস। দ্বিতীয় ইনিংসে তার মতো ভারেতের উইকেট নিয়েছেন জফরা আর্চারও। দুটি শিকার ব্রাইডন কার্সের। আগামী রোববার ম্যানচেস্টারে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৩৮৭/১০ ও ১৭০/১০।
ইংল্যান্ড: ৩৮৭/১০ ও ১৯২/১০।
ফল: ইংল্যান্ড ২২ রানে জয়ী।
ম্যাচ সেরা: বেন স্টোকস (ইংল্যান্ড)
সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে।
চতুর্থ টেস্ট: ২৩-২৭ জুলাই, ২০২৫ (ম্যানচেস্টার)।

Exit mobile version