Site icon The Bangladesh Chronicle

শেষ মুহূর্তে বরিশালে বিএনপির সমাবেশের অনুমতি

শেষ মুহূর্তে বরিশালে বিএনপির সমাবেশের অনুমতি – ছবি : সংগৃহীত

শেষ মুহূর্তে বরিশালে সমাবেশ করার অনুমতি পেল বিএনপি। বৃহস্পতিবার এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। সিটি নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে দেশব্যাপী আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের সমাবেশে দেশের ৬ সিটি করপোরেশন বিএনপির মনোনয়নে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

বুধবার সন্ধ্যায় দলের যুগ্ম মহাসচিব এবং বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার জানান, সন্ধ্যা ৭টার দিকে আমাদের সমাবেশ করার অনুমতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশ। নগরের জিলা স্কুল মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছে তারা। যদিও এ অনুমতির সাথে বেশকিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে।

দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সরোয়ার বলেন, বুধবার রাতভর দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়ি বাড়ি হানা দেয় পুলিশ। তাদের গ্রেফতারে চলে সাঁড়াশি অভিযান। সরকার বলছে তারা শক্তিশালী বিরোধী দল দেখতে চায়। অথচ আমাদের সভা-সমাবেশ মিছিল-মিটিং বাস্তবায়নে তারা বাধা প্রদান করছে। এটা খুবই দুঃখজনক।

এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউদ্দিন সিকদার, সহ-সভাপতি রফিকুল ইসলাম রুনু, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর হোসেন, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ প্রমুখ।

Exit mobile version