Site icon The Bangladesh Chronicle

শেখ হাসিনাকে বাইডেনের চিঠি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি লিখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার রাতে মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) মীর আকরাম উদ্দীন আহম্মদ চিঠির বিষয়বস্তু উল্লেখ করে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করেন।

বিজ্ঞপ্তি মতে প্রেসিডেন্ট জো বাইডেন তার চিঠিতে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্যকে সমর্থন করতে এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য উভয়ের যে ভিশন তা বাস্তবায়নে অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ। বাইডেন লিখেন- যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী অধ্যায় শুরুর এই সময়ে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জ্বালানি এবং বৈশ্বিক বিষয়ে কাজ চালিয়ে যেতে আমার প্রশাসনের আন্তরিক ইচ্ছা প্রকাশ করতে চাই।

স্বাস্থ্য, মানবিক সহায়তা, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য এবং আরও অনেক ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার দীর্ঘ এবং সফল ইতিহাস রয়েছে জানিয়ে বাইডেন বলেন, আমাদের  জনগণের মধ্যে শক্তিশালী বন্ধন দু’দেশের এই সম্পর্কের ভিত্তি। রোববার ঢাকাস্থ মার্কিন দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিটি পৌঁছে দিয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

সূত্র : মানবজমিন

Exit mobile version