Site icon The Bangladesh Chronicle

শেখ সেলিমের বনানীর বাসায় আগুন বিক্ষুব্ধ ছাত্র-জনতার

শেখ সেলিমের বনানীর বাসায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা – ছবি : ইউএনবি

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ সেলিমের বনানীর বাসায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ইউএনবিকে এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জনতা রাজধানীর বনানীতে সেলিমের বাসায় আগুন দিয়েছে। নিরাপত্তাজনিত কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি।

ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গত বুধবার রাতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন।

সেইসাথে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী নেতাদের বাড়ি, স্থাপনা ও কার্যালয়েও ভাংচুর ও আগুন দেয়া হয়েছে।

Exit mobile version