Site icon The Bangladesh Chronicle

শিরোপা ধরে রাখার মিশনে জিতেও বড় ধাক্কা খেল ম্যানসিটি

logo

নয়া দিগন্ত অনলাইন
সিটির উদযাপন |ইন্টারনেট

শিরোপা ধরে রাখার মিশনে শুভ সূচনা ম্যানচেস্টার সিটির। মরক্কোর ক্লান উইদাদ কাসাব্লাংকার বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে বুধবার উইদাদ কাসাব্লাংকার বিপক্ষে ২-০ গোলের জয় পায় পেপ গার্দিওলার শিষ্যরা।

এদিন সিটি এগিয়ে যায় দ্বিতীয় মিনিটেই। ডোকুর থেকে বল নিয়ে সাভিনিওকে পাঠান ফোডেন। সাভিনিওর নেয়া শট গোলরক্ষক প্রথমে ফিরিয়ে দিলেও ফিরতি শটে গোল করেন ফোডেন।

দ্বিতীয় গোল আসে ৪০ মিনিট পরে। ৪২ মিনিটের মাথায় ফোডেনের কর্নার থেকে বল পেয়ে খুব কাছ থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন ডোকু।

এরপর আর চেষ্টা করেও গোল করতে পারেনি ম্যানসিটি। গোল হজমও করতে হয়নি। তবে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় রিকো লুইসের লাল কার্ড।

৮৮ মিনিটে উইদাদের স্যামুয়েল ওবেংয়ের মুখে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন তরুণ ডিফেন্ডার। ফলে পরের ম্যাচে আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে তাকে পাচ্ছে না সিটি।

Exit mobile version