- ২৪ ডেস্ক
গত বছরের জুলাইয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়া শিক্ষার্থী আন্দোলনের সময় সাভারে শাইখ আসহাবুল ইয়ামিন নামে এক শিক্ষার্থীকে পুলিশের সাঁজোয়া যান থেকে ফেলে হত্যার ঘটনায় অভিযুক্ত সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম সংবাদমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাভার থানা পুলিশ এই অভিযানে নেতৃত্ব দেয় এবং রূপগঞ্জ থানা পুলিশ তাদের সহায়তা করে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই সাভারে চলা শিক্ষার্থী আন্দোলনের সময় পুলিশের একটি সাঁজোয়া যান থেকে ফেলে দেওয়ার পর গুলিবিদ্ধ হয়ে মারা যান শাইখ আসহাবুল ইয়ামিন। সে সময় ইয়ামিনকে সাঁজোয়া যান থেকে ফেলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার জন্ম দেয়।