Site icon The Bangladesh Chronicle

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চাকরি ছাড়লেন জাবির সহযোগী অধ্যাপক

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সহযোগী অধ্যাপক জাহিদুল করিম। আজ বৃহস্পতিবার ই-মেইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মাধ্যমে উপাচার্যের কাছে অব্যাহতিপত্র পাঠান তিনি। জাহিদুল করিম জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক।

অব্যাহতি পত্রে জাহিদুল করিম বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারের একটি ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের বিরুদ্ধে সরকারের আগ্রাসী মনোভাবের কারণে অনেক সাধারণ শিক্ষার্থীর মূল্যবান জীবন দিতে হয়েছে। রাজনৈতিক দলীয়করণের কারণে শিক্ষক সমাজের বিবেক লোপ পেয়েছে। সমগ্র বাংলাদেশের শিক্ষক সমাজের মূল্যবোধ এবং নৈতিকতা বোধকে জাগ্রত করতে আমি সহযোগী অধ্যাপক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাকরি হতে স্বেচ্ছায় অব্যাহতি ঘোষণা করছি।’

এ বিষয়ে জানতে জাহিদুল করিম বলেন, ‘অব্যাহতিপত্রে কারণ উল্লেখ করে আমি স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি।’

সহযোগী অধ্যাপক জাহিদুল করিমের অব্যাহতি পত্রে র বিষয়টি নিশ্চিত করেন জাবির উপাচার্য মো. নূরুল আলম। তিনি বলেন, সহযোগী অধ্যাপক জাহিদুল করিমের অব্যাহতিপত্র পেয়েছি।

Bangla Outlook

Exit mobile version