Site icon The Bangladesh Chronicle

শাহিন আফ্রিদি কেপি পুলিশে যোগ দিয়েছেন?

শাহিন আফ্রিদি কেপি পুলিশে যোগ দিয়েছেন? – ছবি : সংগৃহীত


পাকিস্তানের ফার্স্ট বোলার ও সাবেক কিংবদন্তি শহিদ আফ্রিদির জামাতা শাহিন আফ্রিদি কি পাকিস্তানের খাইবার-পাকতুনখাওয়া পুলিশে যোগ দিয়েছেন? প্রশ্নটি ওঠার কারণ, তাকে ওই প্রদেশের পুলিশের পোশাকে দেখা গেছে।

জানা গেছে, তিনি পুলিশে যোগ দেননি, তবে খাইবার পাকতুনখাওয়া পুলিশ জনসাধারণের মধ্যে তাদের ‘সফট ইমেজ’ বাড়ানোর জন্য শাহিন শাহ আফ্রিদিকে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দিয়েছে।

এ উপলক্ষে কেপি পুলিশ সোমবার শাহিন শাহ আফ্রিদির সম্মানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় কেপি আইজি মোয়াজ্জেম জাহ আনসারি পাকিস্তানি এই পেসারকে সম্মানসূচক ডিএসপি ব্যাজ পরিয়ে দেন।

সোমবারই প্রথমবারের মতো আফ্রিদিকে পুলিশের পোশাকে দেখা যায়।
অনুষ্ঠানে বক্তৃতাকালে আফ্রিদি বলেন, কেপি পুলিশের শুভেচ্ছা দূত হতে পারাটা তার জন্য সম্মানের বিষয়।

এসময় তিনি বলেন, তার বাবাও পুলিশে ছিলেন। তার ভাই এখনো এই বিভাগে কাজ করেন।
সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল

Exit mobile version