Site icon The Bangladesh Chronicle

শান্তি মিছিলের নামে অশান্তি সৃষ্টি করছে আ. লীগ: মির্জা আব্বাস

 আমার দেশ
২৩ ফেব্রুয়ারি ২০২৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় মির্জা আব্বাস

নিজস্ব প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই সরকার একটা তামাশা শুরু করেছে। আমরা যখন কোনো কর্মসূচি ঘোষণা করি তখন কাদের সাহেবরা শান্তি মিছিলের নামে অশান্তি করে।

বৃহস্পতিবার (২৩শে ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, কাদের সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবকে নিয়ে কথা বলেন। তাদের বিষয়ে কোনো কথা বলতে গেলে দাঁত ব্রাশ করে নেবেন ও আয়নায় চেহারা দেখে নেবেন।

বিএনপি’র স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, কাদের সাহেব সব সময় বলেন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার সুযোগ নাই। কিন্তু আমরা বলব এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। ১৯৯৬ সালে জামায়াত ও আওয়ামী লীগ মিলে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযুক্ত করেছেন খালেদা জিয়া। এখন আবার এই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করে নির্বাচন করতে হবে।

প্রতিবাদ সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীসহ অনেক কেন্দ্রীয় নেতাদের ফ্যাসিবাদী সরকারের নির্দেশে জামিন দেওয়া হচ্ছে না। তিনি অবিলম্বে বিএনপি’র নেতাদের মুক্তির দাবী জানান।

Exit mobile version