Site icon The Bangladesh Chronicle

শান্তর আশা, লিটনের নেতৃত্বে টি-টোয়েন্টিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ

Manobzomin

স্পোর্টস রিপোর্টার

(৪ মিনিট আগে) ৪ মে ২০২৫, রবিবার, ৭:১৮ অপরাহ্ন

নতুন অধিনায়ক লিটন কুমার দাসকে শুভকামনা জানিয়েছেন সদ্য বিদায়ী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আসন্ন আরব আমিরাত সফর থেকে বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে লিটনের। এই সিরিজে তার অধীনেই খেলবেন শান্ত। তার আশা লিটনের নেতৃত্বে টি-টোয়েন্টিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ দল।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে টাইগারদের ৩-০ ব্যবধানে সিরিজ জেতান লিটন। এবার তাকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব দিয়েছে বিসিবি। শান্ত যদিও নিজে থেকেই ছেড়েছেন অধিনায়কত্ব।

লিটন দায়িত্ব পাওয়ায় তাকে শুভকামনা জানিয়েছেন সদ্য সাবেক অধিনায়ক শান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘অভিনন্দন লিটন ভাই। আশা করছি, আপনার নেতৃত্বে টি-টোয়েন্টিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ দল।’ পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পাওয়া লিটনের প্রথম অ্যাসাইনমেন্ট হবে আমিরাত সিরিজ। লিটনের ডেপুটি হিসেবে রাখা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসানকে।

এর আগে গত অক্টোবরে অধিনায়কত্ব থেকে সরে দাড়ানোর ইচ্ছা প্রকাশ করেন শান্ত। তবে বিসিবি তাকে অনুরোধ করে চালিয়ে যেতে। শেষ পর্যন্ত ওয়ানডে ও টেস্টে রাজি হলেও টি-টোয়েন্টি থেকে সরে দাড়ান তিনি। যদিও ওয়ানডে ও টেস্টেও তিনি আর কতদিন অধিনায়কত্ব করবেন সেটা নিয়ে সংশয় আছে। গতকাল বিসিবির ক্রিকেট অপরাশেন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, দ্রুতই এই দুই ফরম্যাটের অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি।

Exit mobile version