Site icon The Bangladesh Chronicle

শহীদদের নামে হলো তিন স্টেডিয়াম

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের নামে দেশের স্টেডিয়ামের নামকরণ করা হবে বলে আগেই জানিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সে অনুযায়ী জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে নিহত দুজন শহীদের স্মরণে দুটি মাঠের নামকরণ করা হয়েছে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে গুলিতে নিহত টাঙ্গাইলের ১৪ বছরের স্কুলছাত্র মারুফ মিয়ার নামে টাঙ্গাইল জেলা সদর স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে শহীদ মারুফ স্টেডিয়াম। রাজধানীর ধানমন্ডিতে নিহত রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজের নামে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের মাঠের নামকরণ করা হয়েছে।

এছাড়া কুষ্টিয়া জেলা সদর স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নির্যাতনে মারা যান আবরার ফাহাদ।

যুব ও ক্রীড়া উপদেষ্টা তাঁর ফেসবুক পেজে এক পোস্টে নামকরণের এই ঘোষণা দেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করেছে।

prothom alo

Exit mobile version