Site icon The Bangladesh Chronicle

শরীফুলের হাতে ৬ সেলাই, শ্রীলঙ্কার বিপক্ষে কি খেলতে পারবেন

হাতে চোট পাওয়ার আগে দারুণ বোলিং করেছেন শরীফুল ইসলামএক্স

মূল বিশ্বকাপ শুরুর আগে ভারতের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচটা খেলেছে বাংলাদেশ। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল কাউন্টি স্টেডিয়ামে গতকালের সেই ম্যাচে বাংলাদেশের বোলিংটা মোটামুটি ভালো হলেও ব্যাটিংটা হয়েছে ভুলে যাওয়ার মতো। টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারতের ৫ উইকেটে তোলা ১৮২ রানের জবাবে বাংলাদেশ ৯ উইকেটে করেছে মাত্র ১২২ রান।

৬০ রানে হারা ম্যাচে বাংলাদেশের জন্য বাড়তি দুশ্চিন্তা হয়ে এসেছে পেসার শরীফুল ইসলামের চোট। ম্যাচে নিজের শেষ ওভারটি করার সময় হার্দিক পান্ডিয়ার একটি ফিরতি বল ঠেকাতে গিয়ে নিজের বোলিং হাতে চোট পান শরীফুল। সেই সময় আর বোলিং করতে পারেননি ৩.৫ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নেওয়া শরীফুল।

নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ওয়ার্মআপ ম্যাচের টসে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন ও ভারত অধিনায়ক রোহিত শর্মাবিসিসিআই

ম্যাচ শেষে শরীফুলকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। শরীফুলকে নিয়ে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল বলেছিলেন, ‘সে এখনো পর্যবেক্ষণে আছে। এখন হাসপাতালে রয়েছে। খুব সম্ভবত সে ঠিক হয়ে যাবে।’ কিন্তু বাস্তবতা হচ্ছে, শরীফুলের হাতে ৬টি সেলাই লেগেছে। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ জুন নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের এই বাঁহাতি পেসারের খেলা নিয়ে তাই দেখা দিয়েছে সংশয়।

শরীফুলের চোটের সর্বশেষ অবস্থা বিসিবি প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘শরীফুলের শেষ ওভারে একটি বল ঠেকাতে গিয়ে বাঁ হাতের তর্জনী ও মধ্যমার মাঝে যে জায়গা, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়েছে। মাঠে প্রাথমিক পরিচর্যার পর তাকে ম্যাচ শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।’

দেবাশীষ এরপর যোগ করেন, ‘সেখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর ক্ষতস্থানে ছয়টা সেলাই পড়েছে। আমরা দুই দিন পর আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে।’

prothom alo

Exit mobile version