Site icon The Bangladesh Chronicle

‘শয়তানের সন্ধানে’ ২৪ ঘণ্টা, গ্রেপ্তার ১৩০৮

mzamin

‘শয়তানের’ সন্ধানে দেশ জুড়ে চলছে অপারেশন ডেভিল হান্ট। কার্যক্রম শুরু করেছে সেন্ট্রাল কমান্ড সেন্টার। প্রথম দিনের অপারেশনে ১৩০৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরমধ্যে পুলিশের মেট্রোপলিটন এলাকায় ২৭৪ ও রেঞ্জের পুলিশের বিভিন্ন জেলায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৩৪ জনকে। সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে গাজীপুর থেকে। গাজীপুর জেলা পুলিশের পাঁচটি থানা থেকে ৪৬ জনসহ মহানগরের বিভিন্ন এলাকা থেকে ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার হওয়াদের অনেকে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছে দাগি ও পলাতক আসামি এবং চিহ্নিত সন্ত্রাসী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, সারা দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। ইতিমধ্যে দেশ জুড়ে বেশ কিছু অপ্রীতিকর ঘটনার সঙ্গে ওই মহলটির সম্পৃক্ততা পাওয়া গেছে। সর্বশেষ গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পুলিশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততা পেয়ে। তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে। সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় কমান্ড সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। সব বাহিনীর কর্মকর্তারা কমান্ড সেন্টারে কাজ করবেন।

গাজীপুরে ছাত্রদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৮২
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের অভিযানে গাজীপুর জেলার পাঁচটি থানা থেকে ৪৬ জনসহ মহানগরের বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়াদের প্রায় সবাই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।  গ্রেপ্তার হওয়া আসামিদের গারদখানা থেকে প্রিজনভ্যানে তোলার সময়ে তাদের ইট নিক্ষেপে জিটিভি’র গাজীপুরের সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন ও আনন্দ টিভির সাংবাদিক জসিম উদ্দিন আহত হয়েছেন। অন্যদিকে, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ জনকে আহত করার ঘটনায় ২৩৯ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২০০-৩০০ জনের নামে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মুহিমসহ ছাত্র নেতৃবৃন্দ বলছেন, অভিযানে এ পর্যন্ত যতজন গ্রেপ্তার হয়েছে, তার থেকে আরও অনেক বেশি গ্রেপ্তারের প্রত্যাশা ছিল তাদের। এ ছাড়া ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে যারা হামলা চালিয়েছে, তারা অনেকেই এরই মধ্যে চিহ্নিত। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন তারা। এ ছাড়া গুলিবিদ্ধ হয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের একজন শিক্ষার্থী মোবাশ্বের হোসেন। তিনি এখন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে গুলি করার মধ্যদিয়ে স্পষ্ট হয়, এখনো ফ্যাসিস্ট গোষ্ঠীর হাতে অস্ত্র রয়েছে এবং তারা অবাধে চলাফেরা করছে। তাই ফ্যাসিস্ট গোষ্ঠীর দোসর সন্ত্রাসীদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রগুলো উদ্ধার জরুরি।

গুইমারা (খাগড়াছড়ি) সংবাদদাতা জানান, খাগড়াছড়ির গুইমারাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বড়পিলাক গ্রামে অভিযান চালিয়ে অহিদ মিয়ার ছেলে মো. সেলিম, মোফাজ্জল হোসেনের ছেলে আ. রহিম প্রকাশ রিপন, বাবুল মিজির ছেলে সোহাগ মিজি ও মৃত আব্বাস আলীর ছেলে আজিজুলকে আটক করা হয়। আটককৃত ৪ জনই ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে সোহাগ মিজি বড়পিলাক ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি। গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, তাদের বিরুদ্ধে ১৯০৮ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে ৬ জনকে আটক করেছে পুলিশ। গতকাল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- সাবেক ইউপি সদস্য মোমেন সরকার, যুবলীগ নেতা এসএম ইকবাল হোসেন, নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রাজিব মিয়া ও সেনপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে লিটন মিয়া, জামালপুর ইউনিয়নের চুপাইর এলাকার সাহাজুদ্দিনের ছেলে সাইফুল ইসলাম, বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামের ছলিমউদ্দিন সিকদারের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম বাচ্চু। কালিগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা মির্জা মুক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার রাতে তাকে ঢাকায় তার মিরপুরের বাসা থেকে আটক করে পল্লবী থানা পুলিশে সোপর্দ করেন র‌্যাব সদস্যরা।

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার সাঘাটায় যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়ছে। গত শনিবার রাতে উপজেলার সাঘাটা বাজারে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছাইফুল ইসলামকে আটক করা হয়।

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে অপারেশন ডেভিল হান্টে শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানা গেছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অপারেশন পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। শ্রীপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার পণ্ডিত জানান, গ্রেপ্তারকৃতরা হলো- শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাজিম উদ্দিনের ছেলে মিলন আহমেদ (৪৫), কাওরাইদ ইউনিয়ন (৯নং ওয়ার্ড) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃত আলফাজ উদ্দিনের ছেলে হালিম উদ্দিন (৬০), আওয়ামী লীগ কর্মী তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের আয়নাল হকের ছেলে মেহেদী হাসান বাপ্পি (২৮), ৬ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি টেংরা (দক্ষিণপাড়া) গ্রামের নুরুল ইসলামের ছেলে স্বপন শাজাহান (৩৮), উজিলাব গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে আহমদ হোসেন মোল্লা, মাটিয়াগাড়া গ্রামের আব্দুর রশিদ সিদ্দিকের ছেলে মজিবুর রহমান, বরমী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের শহিদুল্লাহর ছেলে আওয়ামী লীগ কর্মী সজীব (২৭), ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (২ নং ওয়ার্ড) লাকচতল গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আবু ইউসুফ (২৪), গোসিংগা ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি (৩নং ওয়ার্ড) বাউনী মৃত হাফিজ উদ্দিনের ছেলে আব্দুল আল মামুন (৫৯), মাওনা ইউনিয়নের বেতজুরি গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোয়াজ্জেম হোসেনসহ (৩৫) ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের শায়েস্তাগঞ্জ প্রতিনিধি কামরুজ্জামান আল রিয়াদকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত শনিবার রাত ১২টায় সেনাবাহিনী অভিযান চালিয়ে তার বাসা থেকে গ্রেপ্তার করে। এ ছাড়া হবিগঞ্জ শহর থেকে বানিয়াচং উপজেলা ছাত্রলীগ নেতা জামাল হোসেনকে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। শনিবার রাত ৮টায় শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে বানিয়াচং উপজেলার বিদ্যাভূষণ পাড়ার নজীর হোসেনের ছেলে। এদিকে, শায়েস্তাগঞ্জে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ছাত্রলীগ কর্মী মো. আব্দুস ছালাম মিয়াকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে তাকে আটক করা হয়। আটক আব্দুস ছালাম শায়েস্তাগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের অনু মিয়ার ছেলে। শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, আব্দুস ছালাম ছাত্রলীগের কর্মী। সে ফেসবুকে সরকারবিরোধী বিভিন্ন পোস্ট শেয়ার করে প্রচারের মাধ্যমে গুজব ছড়ায়। এই অভিযোগে তাকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আশুলিয়া সংবাদদাতা জানান, ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি করে হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকাল সোয়া ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বুড়িরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজু আশুলিয়ার ভাদাইল এলাকার মো. চাঁন মিয়ার ছেলে এবং ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ও আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, রাজু আহম্মেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রত্যক্ষভাবে একাধিক হত্যার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন। তার বিষয়ে পর্যালোচনা করে একাধিক ভিডিও ফুটেজে দেখা যায় কোথাও হেলমেট পরিহিত দেশীয় অস্ত্রসহ, কোথাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র দ্বারা আক্রমণ করছেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে জানান, নবীগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনাকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল (৫২)কে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কাজী হেলাল হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি পলাতক এডভোকেট আবু জাহির সমর্থিত নেতা হিসেবে পরিচিত। ওদিকে, আবু জাহির সমর্থিত সক্রিয় নেতাকর্মীকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৪ঠা আগস্ট হবিগঞ্জ শহরের তিনকোণা পুকুরপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এডভোকেট আবু জাহিরের আহ্বানে নবীগঞ্জ থেকে দুটো গাড়ি নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও সাংবাদিক নামধারী এক ব্যক্তির সমন্বয়ে শতাধিক লোক জেলা শহরে মিছিল নিয়ে যায়। ওইদিন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মিছিল থেকে শহরে তাণ্ডব চালানো হয়। এ ঘটনায়  গত ৮ই সেপ্টেম্বর বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত সজলু মিয়ার পুত্র  মো. মুশাহিদ (২৬) বাদী হয়ে ৫৭ জনের নাম উল্লেখ করে ও ২০০ জনকে অজ্ঞাত আসামি করে হবিগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলা নং-৮। এসব ঘটনা সামনে নিয়ে শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যাণপুর গ্রামের নিজ বাড়ি থেকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলালকে গ্রেপ্তার করে পুলিশ।

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৫নং চর ঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ও একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন আজাদসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্যরা হলো- তমরদ্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মহিউদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম। একই ইউনিয়নের বেজুগালিয়া গ্রামের হাজী আব্দুল কাইয়ুমের ছেলে আব্দুল জাহির ও আব্দুল মাজেদ পলাশ। পৌরসভার চর কৈলাশ গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে আবুল কালাম বিটু ও একই এলাকার বেলাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন। নিঝুম দ্বীপ ইউনিয়নের আদর্শ গ্রামের আলাউদ্দিনের ছেলে আজিম উদ্দিন।

ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
যতদিন পর্যন্ত ডেভিল শেষ না হবে, ততদিন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটে ‘মৃত্তিকা ভবন’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ‘ডেভিল হান্ট’-এ টার্গেট কারা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, টার্গেট ডেভিলরা। ডেভিল মানে কী? শয়তান হলে তো টার্গেট হয়। যারা দেশকে অস্থিতিশীল করে, আইন অমান্য করে, দুষ্কৃতকারী ও সন্ত্রাসী- তারাই এটার টার্গেট। চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানান তিনি। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ভেঙে ফেলা কৃষকের ভাস্কর্য সম্পর্কে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা এটি ভেঙেছে তাদের অবশ্য আমরা আইনের আওতায় নিয়ে আসবো। যারা এটা করেছে, তাদের বেকুব ছাড়া আমি কিছুই বলবো না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে সভা হয়। ওই সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শনিবার থেকেই গাজীপুর এলাকাসহ সারা দেশে এই অভিযান শুরু হয়। সেনা, বিমান ও নৌবাহিনী ছাড়াও পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড সদস্যদের সমন্বয়ে এ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

অপারেশনে পাঁচ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের কারণ জানতে চাইলে তিনি বলেন, গ্রেপ্তার হয়েছে। হচ্ছে এবং হবে। পাঁচজন পুলিশ কর্মকর্তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, ওইটাও মিডিয়ায় চলে আসছে। গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সবাইকে গ্রেপ্তার করা হবে বলেও হুঁশিয়ার করেন সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, গাজীপুরে যারা এ ঘটনা ঘটিয়েছে অনেককেই আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। যাদের আনা হয়নি তাদেরও খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। শুক্রবার গভীর রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেলের বাড়িতে মারধরের শিকার হন ১৫-১৬ জন। তাদের প্রায় সবাই শিক্ষার্থী। এ ঘটনায় শনিবার দিনভর গাজীপুরে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বিক্ষোভের মুখে দায়িত্বে অবহেলার কথা স্বীকার করে ক্ষমা চান মহানগর পুলিশ কমিশনার। বিক্ষোভ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের গুলিতে এক শিক্ষার্থী আহত হন। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের খোঁজখবর নেন উপদেষ্টা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছাত্রদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।

Exit mobile version