Site icon The Bangladesh Chronicle

শনিবার নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শনিবার নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ – ছবি : সংগৃহীত

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। শনিবার নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজনে বিক্ষোভ সমাবেশে দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন।

সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।

উল্লেখ্য, গত বুধবার রাতে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

Exit mobile version