Site icon The Bangladesh Chronicle

লেবানন যাওয়া হচ্ছে না বাংলাদেশ দলের

ফিলিস্তিনে চলছে ইসরায়েলের আগ্রাসন। তাই তাদের পাশের দেশ লেবানন যাওয়া হচ্ছে না সাবিনা-সানজিদাদের। লেবাননের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ নারী দলের। আগামী ২৬ ও ২৯ অক্টোবর দুটি ম্যাচের ভেন্যু নির্ধারিত ছিল লেবাননের রাজধানী বৈরুতে। ম্যাচ দুটি স্থগিত হয়ে পড়ায় তাই এই মাসে কোনও আন্তর্জাতিক ম্যাচও খেলা হচ্ছে বাংলাদেশ দলের।

বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আগ্রাসনের কারণে আমরা লেবাননে খেলার কোনও ঝুঁকি নিতে চাইছি না। আবার লেবাননকে ঢাকায় খেলতে বলেছিলাম, ওরাও রাজি হয়নি। এই সময়ে অন্য দলও পাওয়া যাচ্ছে না।’

আগামী নভেম্বরে ফিফার নির্ধারিত সময়ে নতুন করে বাংলাদেশ খেলার চেষ্টা করবে বলেও জানান তিনি।

Exit mobile version