Site icon The Bangladesh Chronicle

লেনদেন শুরু উত্থানে, দাম বেড়েছে বেশিভাগ কোম্পানির

লেনদেন শুরু উত্থানে, দাম বেড়েছে বেশিভাগ কোম্পানির – ছবি : সংগৃহীত

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা এবং চট্টগ্রামের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে সূচকের উত্থানের মধ্য দিয়ে। দাম বেড়েছে বেশিভাগ কোম্পানির শেয়ারের।

রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের শুরুতেই প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪ পয়েন্ট।

বাকি শরিয়াভিত্তিক ডিএসইএস এবং ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দুটি সূচকেরই উত্থান দশমিকের নিচে।

লেনদেনের শুরুতেই দাম বেড়েছে ১৬৪ কোম্পানির, কমেছে ১৪৩ এবং অপরিবর্তিত আছে ৭৪ কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ১০০ কোটি টাকার ওপরে শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৩ পয়েন্ট।

লেনদেন হওয়া ৬৬ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩২, কমেছে ২২ এবং অপরিবর্তিত আছে ১২ কোম্পানির শেয়ারের দাম। শুরুতেই মোট শেয়ার এবং ইউনিটের লেনদেন ছাড়িয়েছে ১ কোটি ৪০ লাখ টাকা।
সূত্র : ইউএনবি

Exit mobile version