Site icon The Bangladesh Chronicle

লুটপাট করতেই তেলের দাম বৃদ্ধি করেছে সরকার: জি এম কাদের

 


জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ফাইল ছবি।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বর্তমানে দশ টাকার তেল কিনলে তিন টাকা চল্লিশ পয়সা ট্যাক্স দিতে হচ্ছে। সরকার লুটপাট করতেই তেলের দাম বৃদ্ধি করেছে।

আজ শুক্রবার (১২ আগস্ট) বিকালে মিরপুর উত্তর থানা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন জি এম কাদের।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, মানুষ কাল কীভাবে বাঁচবে তা নিয়ে ব্যস্ত, কিন্তু সরকার আজই জনগণকে মেরে ফেলতে চাইছে। শতকরা ১০০ ভাগ বিদ্যুৎ দেয়ার কথা বলে এখন লোডশেডিং হচ্ছে।

এ সময় সরকারের দুর্নীতি নিয়ে এনকোয়ারি কমিটি তৈরি করার কথা বলেন পার্টির চেয়ারম্যান। শুধু সুইস ব্যাংক নয়, বিভিন্ন দেশে বাংলাদেশি টাকার স্তূপ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। তাই জনগণের টাকা ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান জিএম কাদের।

এ সময় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, স্বাধীনতার পক্ষের দাবিদার দল জনগণের বিরুদ্ধে কিভাবে কাজ করছে। এর আগে কোনো সরকার ৫১ শতাংশ মূল্যবৃদ্ধি করেনি। ২০২৪ সালের নির্বাচনেই জনগণ এই অত্যাচার ও শোষণের সঠিক জবাব দেবে বলে জানান তিনি।

জেডআই/

Exit mobile version