Site icon The Bangladesh Chronicle

লিটন: সঠিক তথ্য জেনে প্রশ্ন করুন

গত বছর বিশ্বকাপের পরপরই বাংলাদেশের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে এ ফরম্যাটে খেলা হয়নি তার। এক সিরিজ পরই আফগানদের বিরুদ্ধে সুযোগ পেলেন ডানহাতি এ ওপেনার। বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরি করেছেন তিনি। খেলেছেন ৬১ রানের মহামূল্যবান ইনিংস।

সংবাদ সম্মেলনে লিটন কুমার দাস

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও উত্তপ্ত লিটন। যেন ব্যাটের উত্তাপটা মনে ধারণ করেই সংবাদ সম্মেলনে এসেছেন। বিশ্বকাপের পর লিটনকে বিশ্রাম দেয়া হয়েছিল বলেই জানিয়েছিল টিম ম্যানেজমেন্ট। এমনটা বলতেই লিটন জবাবে বললেন, ‘ব্রেক না ড্রপ। ব্রেক কি? আমি কি অনেক ক্রিকেট খেলে ফেলেছি যে ব্রেক নিব।’

৬১ রানের মূল্যবান ইনিংস খেলেন লিটন

সেই বাদ পড়াটা ক্যারিয়ারে কাজে লেগেছে কি না- এমন প্রশ্নে লিটন বলেন, ‘আমি তো আগেও বললাম, আমি কিছু না কিছু খেলছিলামই। যেমন টেস্ট। ওখানে যেহেতু ধারাবাহিকভাবে আছি, তারা আমাকে সুযোগ দিয়েছে যে লিটনকে খেলালে ভাল হবে। আমি চেষ্টা করেছি শতভাগ দেওয়ার। এর উপরে তো কিছু নেই।’

Exit mobile version