Site icon The Bangladesh Chronicle

লিটন-তানভীরে মুগ্ধ মোহাম্মদ রিজওয়ান

লিটন-তানভীরে মুগ্ধ মোহাম্মদ রিজওয়ান – ছবি : সংগৃহীত

লিটন কুমার দাসের ব্যাটিংয়ে মুগ্ধ হন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। যতক্ষণ মাঠে থাকেন লিটন, প্রতিপক্ষও মুগ্ধ হয়ে থাকে লিটনের ব্যাটিং কারুকার্যে। এবার লিটন দাসকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালে মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের এই তারকা ক্রিকেটার লিটন দাসকে দিলেন সুপারস্টার তকমা।

লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান দুজনে, দুজনেই এবার বিপিএলে খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। একসাথে কুমিল্লার ইনিংস উদ্বোধন করেন তারা। দুজনের মধ্যে বোঝাপড়াও বেশ স্পষ্ট। আজ মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে অনেক কথার ভিড়ে লিটন দাসকে নিয়েও গণমাধ্যমের সাথে কথা বলেন রিজওয়ান।

লিটন দাসকে নিয়ে মোহাম্মদ রিজওয়ান বলেন, ‘সবাই জানে লিটন বাংলাদেশের সুপারস্টার। বাংলাদেশের হয়ে গত কয়েক বছর ও অনেক ভালো খেলছে। এখন অনেক ভালো ফর্মে আছে। আলহামদুলিল্লাহ, আমি আর লিটন চেষ্টা করছি। সময়টা অল্প, তবে আমরা চেষ্টায় ত্রুটি রাখছি না। আমরা চেষ্টা করছি দলের অন্যদের কাজ সহজ করে দেয়ার।’

এই সময় কুমিল্লা দলের আরেক ক্রিকেটার তানভির ইসলামকে নিয়েও জানান নিজের মুগ্ধতার কথা। তিনি তানভিরের উচ্চমাত্রার প্রশংসা করতে চান বলে রিজওয়ান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের উচ্চমাত্রার প্রশংসা করতে চাই। সে খুব ভালো আর সব সময় শিখতে চায়। শুধু আমার কাছে নয়, সবার কাছ থেকেই শিখতে চায়।’

শিখতে চাওয়ার এই গুণটা যে শুধু তানভীর ইসলামের একার নয়, বরং প্রায় সব বাংলাদেশী ক্রিকেটাররাই যে শিখতে চান, তাও বলে দিয়েছেন রিজওয়ান। এমনকি পাকিস্তান দলেও নাকি বাংলাদেশী ক্রিকেটারদের এমন শিখতে চাওয়ার আগ্রহ নিয়ে আলোচনা হয় বলে দাবি করেন রিজওয়ান।

রিজওয়ান বলেন, ‘বাংলাদেশের ছেলেরা শেখার জন্য মুখিয়ে থাকে। আমি অনেকের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পারছি। আমরা পাকিস্তানি ক্রিকেটাররাও বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আলোচনা করি। সবাই বলে, বাংলাদেশী ক্রিকেটাররা আমাদের কাছে আসে, প্রশ্ন করে, বিভিন্ন বিষয়ে জানতে চায়।’

Exit mobile version