Site icon The Bangladesh Chronicle

লজ্জার রেকর্ডে ডুবলেন শচিন-পুত্র অর্জুন!

লজ্জার রেকর্ডে ডুবলেন শচিন-পুত্র অর্জুন! – ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমেই লজ্জার নজির গড়েছেন ভারতের মাস্টার ব্লাস্টার শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে শনিবার হওয়া ঘরের মাঠে এক ওভারে ৩১ রান দিলেন তিনি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের মধ্যে এক ওভারে সবচেয়ে বেশি রান দেয়ার তালিকায় এটি দ্বিতীয়।

পাঞ্জাবের ইনিংসের ১৬তম ওভারে এই ঘটনা ঘটেছে। তখন ক্রিজে ছিলেন স্যাম কারেন ও হরপ্রীত সিংহ। প্রথম বলেই অর্জুনকে ছক্কা মারেন কারেন। পরের বল ওয়াইড করেন তিনি। পরের বলে চার মারেন কারেন। অর্জুনের ৩ নম্বর বলে আসে সিঙ্গল। চতুর্থ বলে চার মারেন হরপ্রীত। ৫ নম্বর বলে ছক্কা মারেন তিনি। পরের বলটি নো-বল করেন অর্জুন। সেই বলেও চার মারেন হরপ্রীত। পরের ফ্রি হিটের বলে আবার একটি চার মারেন হরপ্রীত। শেষ পর্যন্ত ৩ ওভারে ৪৮ রান দিয়ে ১ উইকেট নেন অর্জুন।

আইপিএলে রোহিত শর্মাদের দলের বোলারদের মধ্যে এক ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন ড্যানিয়েল স্যামস। ২০২২ সালের কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এক ওভারে ৩৫ রান দিয়েছিলেন তিনি।

অর্জুনের পরে তৃতীয় স্থানে রয়েছেন তিন জন বোলার। ২০১৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে পবন সুয়াল, ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আলজারি জোসেফ ও ২০১৭ সালের পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মিচেল ম্যাকলেনাঘান ২৮ রান দিয়েছিলেন এক ওভারে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

Exit mobile version