Site icon The Bangladesh Chronicle

লঙ্কানদের গুঁড়িয়ে টাইগারদের সিরিজ জয়

দুই ম্যাচের টেস্ট সিরিজে হার ১-০ ব্যবধানে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হারের ব্যবধান ২-১। শ্রীলঙ্কার বিপক্ষে দুই সিরিজ হারের বদলা টি-টোয়েন্টি সংস্করণে নিলো বাংলাদেশ। আজ বুধবার রাতে কলম্বোতে অলিখিত ফাইনালে লঙ্কানদের আট উইকেট হারিয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো টাইগাররা।

শেখ মেহেদি হাসানকে ঘিরে বাংলাদেশের উল্লাস। আজ কলম্বোতে। ছবি: এলএসসি

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৩২ রান তোলে শ্রীলঙ্কা। লক্ষ্যটাকে বড্ড মামুলি বানিয়ে সহজেই জিতে যায় বাংলাদেশ (১৩৩/২)। রান তাড়ায় ২১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা

বাংলাদেশের রান তাড়ায় নেতৃত্ব দেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৪৭ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংসে অপরাজিত থাকেন তিনি। ২৬ বলে ৩২ রানে ফেরেন অধিনায়ক লিটন দাস। শেষ দিকে ২৫ বলে ২৭ রানে অজেয় থাকেন তাওহিদ হৃদয়।

অবশ্য বাংলাদেশের জয়ের ভিত গড়ে দিয়েছেন বোলাররা। আরেকটু ছোট করে বললে শেখ মেহেদি হাসান। চার ওভারে ১৭ রানে চার উইকেট নিয়ে লঙ্কানদের ধসিয়ে দিয়েছেন তিনি। টি-টোয়েন্টি সংস্করণে প্রত্যাবর্তনটা এর চেয়ে দারুণভাবে রাঙাতে পারতেন না শেখ মেহেদি।

ব্যাটিংয়ে নামা লংকানদের শুরুতেই চেপে ধরে বাংলাদেশ। ৬৬ রানে ৫ উইকেট তুলে নেয় টাইগাররা। পরে দাসুন শানাকা ও কামিন্দু মেন্ডিসের প্রচেষ্টায় কোনোরকম মান বাঁচায় লঙ্কাননরা। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার পাথুম নিসাঙ্কা। কামিন্দু ২১ ও শানাকা ৩৫* রান করেন।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ১৩২/৭ (২০ ওভার)।
বাংলাদেশ: ১৩৩/২ (১৬.৩ ওভার)।
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: শেখ মেহেদি হাসান (বাংলাদেশ)।
সিরিজ সেরা: লিটন দাস (বাংলাদেশ)।
সিরিজ: তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী।

 

Exit mobile version