Site icon The Bangladesh Chronicle

র ক্তে  কি  ফে র  ভি জ বে  বাং লা দে শ?

Dripping blood isolated on white

র ক্তে  কি  ফে র  ভি জ বে  বাং লা দে শ?
ফরহাদ মাজহার
রক্ত দিয়েই লিখেছিলাম পদ্য
বললে তুমি এ লাল অনবদ্য
জমাট বেঁধে রক্ত অকস্মাৎ
রূপ ধরেছে সেদ্ধ চালের ভাত।
অন্নে তোমার অরুচি নাই রক্ত
কবি তোমার চিরকালের ভক্ত
এবার আমন ছিটিয়ে কাদা জলে
দেখব রক্ত কোন কিসিমে ফলে!
ঠিক ধরেছ আমার চাওয়া স্বল্প
মাছে শাকে শস্যদানা অল্প
রোদ্রেছায়ায় তোমার কায়ায় মিশে
খুঁজে নেওয়া নিজে নিজের দিশে।
অন্নপূর্ণা, নেমক হারাম নই
আমি কেন ভাত বিহনে রই?
আমার কেন ক্ষুধার কষ্ট মেয়ে?
ফেলল কারা বাংলাদেশ খেয়ে?
ফিনকি দিয়ে পুষ্পছড়া ধানে
রক্ত হচ্ছে  কিসের আকর্ষণে?
ধনধান্যে পুষ্পে ভরা দেশ
রক্তে কি ফের ভিজবে বাংলাদেশ!
Exit mobile version