Site icon The Bangladesh Chronicle

র‌্যাবের বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখবে বাংলাদেশ, আশা যুক্তরাষ্ট্রের

র‌্যাবের বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখবে বাংলাদেশ, আশা যুক্তরাষ্ট্রের – ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র আশা করে যে বাংলাদেশ সরকার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর বিরুদ্ধে প্রচারিত একটি তথ্যচিত্র এবং জার্মান সম্প্রচারকারী সংস্থা ডয়চে ভেলে (ডিডব্লিউ) প্রকাশিত একটি নিবন্ধে আনা অভিযোগগুলো খতিয়ে দেখবে।

শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘আমি এখান থেকে কোনো পদক্ষেপের লক্ষণ দেখতে যাচ্ছি না। তবে আমরা এই নিবন্ধ ও ভিডিওতে আনা অভিযোগগুলো খুব সাবধানতার সাথে পরীক্ষা করব এবং আমরা আশা করি বাংলাদেশ সরকারও তাই করবে।’

ঢাকায় মার্কিন দূতাবাস প্যাটেলকে উদ্ধৃত করে বলেছে, মানবাধিকার লঙ্ঘনের অপরাধীদের জবাবদিহি করতে হবে।

অন্যদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেছেন, র‌্যাব দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং এটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে না। সূত্র : ইউএনবি

Exit mobile version