Site icon The Bangladesh Chronicle

রোববার নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

রোববার নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক – ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক আগামীকাল রোববার ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) ঘোষণা করবে।

গভর্নর আব্দুর রউফ তালুকদার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এমপিএস ঘোষণা করবেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গভর্নর মুদ্রাস্ফীতি ব্যবস্থাপনা, বেসরকারি খাতের ঋণের প্রবাহ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার ক্ষেত্রে বর্তমান এমপিএসের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করবেন।

এর আগে ২০২২ সালের জুনে, বাংলাদেশ ব্যাংক ২০২২-২৩ (অর্থবর্ষ ২৩) অর্থবছরের জন্য একটি ‘সতর্কতা’ এমপিএস প্রকাশ করেছিল।

এমপিএসে কেন্দ্রীয় ব্যাংক ২০২০-২৩ অর্থবছরে অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধির সর্বোচ্চ সীমা ১৮ দশমিক ২ শতাংশ এবং বেসরকারি খাতে ১৪ দশমিক ১ শতাংশ এবং সরকারি খাতে ৩৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

সূত্র : বাসস

Exit mobile version