- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ মে ২০২২
দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়লেও টেস্টে বাংলাদেশের অবস্থা ছিল সঙীন।
দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল সফরকারীরা। দুই টেস্টেই বোলাররা ভালো করলেও ব্যাটসম্যানরা ছিলেন যাওয়া আসার মিছিলে।
বিশেষ করে দুই টেস্টের চতুর্থ ইনিংসে ব্যাটাররা লজ্জা ডোবায় দলকে। এর ওপরে কিছু অসফল রিভিউ দলকে করে কোণঠাসা। যাতে বেশ সমালোচনা হয় ক্যাপ্টেন মুমিনুলের সিদ্ধান্ত নিয়ে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে রিভিউ প্রসঙ্গ উঠলেই কিছুটা বিব্রত মুমিনুল হক।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফাজলামি করে বললে আমার রোবট হইতে হবে, এছাড়া অপশন নাই। বোলার আর কিপারের ভিউটা সবচেয়ে সুন্দর থাকে। কিপার ও বোলার যদি ভালো ফিডব্যাক দেয়। তখন সিদ্ধান্তটা ভালো নেয়া যায়।’
তিনি আরো বলেন, ‘এর আগে আমি অনেক রিভিউতে সফল হয়েছি, আমার কাছে মনে হয় মাঝেমধ্যে আপনাদের আলোচনা করা উচিত। মাঝেমধ্যে হয় না। শুধু আমি না, দুনিয়ার সব অধিনায়কই এটা ফেস করে, তাই আমার মনে হয় একটু সাপোর্টও দরকার।’