Site icon The Bangladesh Chronicle

‘রোনালদো বিক্রির জন্য নয়’

ক্রিস্টিয়ানো রোনালদো – ফাইল ছবি


ক্রিস্টিয়ানো রোনালদোকে বিক্রি করা হবে না- বলে স্পষ্ট জানিয়ে দিলেন ম্যানচেষ্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ।

তিনি জানান, রোনালদো বিক্রির জন্য নয়। ম্যানচেষ্টার ইউনাইটেড ছাড়তে পারেন রোনালদো, এমন গুঞ্জন ছিল। তবে সব জল্পনা-কল্পনার ইতি টানলেন হাগ।

হাগ ও রোনালদোকে নিয়ে ব্রিটিশ পত্রিকা টাইমসে একটি প্রতিবেদন করা হয়। সেখানে রোনালদোকে নিয়ে হাগ বলেন, ‘এই ইস্যু সামনে আসার আগেই রোনালদোর সাথে আমার কথা হয়েছে। তার সাথে ভালো আলোচনা হয়েছে। সে আমাকে বলেনি, চলে যেতে চায়। আমি এই বিষয়টি গণমাধ্যমে পড়েছি।’

তিনি আরো বলেন, ‘রোনালদো বিক্রির জন্য নয়। সে আমাদের পরিকল্পনার অংশ এবং আমরা সম্মিলিতভাবে সফল হতে চাই। এই মৌসুমের জন্য আমরা রোনালদোকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছি এবং এটাই আসল। তার সাথে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।’
সূত্র : বাসস

Exit mobile version