Site icon The Bangladesh Chronicle

রেললাইনে সেলফি তুলতে গিয়ে যুব মহিলা লীগ নেত্রীর মৃত্যু

RTV News

ফাইল ছবি

রেললাইনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় পাবনা সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তার মিতু (৩৫) নিহত হয়েছেন।

শনিবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মিতু সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের মকসেদ আলীর মেয়ে।

পাবনা জেলা যুব মহিলা লীগের সভাপতি আরেফা খানম শেফালি জানান, ২৪ অক্টোবর ভাঙ্গুড়ার দিলপাশার ব্রিজে পরিবারসহ বেড়াতে যান রুমানা আক্তার মিতু। সে সময় ট্রেনের লাইনের ওপর দাঁড়িয়ে সেলফি তোলার একপর্যায়ে হঠাৎ ট্রেন চলে আসলে দুর্ঘটনার শিকার হন তিনি। পরে রেললাইনের নিচে পড়ে নিখোঁজ হন তিনি। তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, তার মরদেহ রাজশাহী থেকে নিয়ে এসে পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

এসএস/টিআই

Exit mobile version