রেলপথে বাংলাদেশের সাথে যুক্ত হতে যাচ্ছে নেপাল

রেলপথে বাংলাদেশের সাথে যুক্ত হতে যাচ্ছে নেপাল
বাংলাদেশের সাথে রেলপথে বানিজ্য চুক্তিতে যুক্ত হতে যাচ্ছে নেপাল।হিমালয়ের দেশ নেপালের সাথে এতদিন সড়কপথে বানিজ্য হলেও রেলপথে ছিলো না।তবে এইবার সেই পথ সুগম হতে যাচ্ছে।
বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ থেকে ভারতের সিঙ্গাবাদ হয়ে রেলপথে পন্য যাবে নেপালে।এতে করে সময় আর ব্যায় দুটোই হ্রাস পাবে।
নেপালের সাথে বাংলাদেশের ৬ টি রুটে পন্য পরিবহনের সুযোগ ছিলো।এর মধ্যে সর্বনিম্ন দূরত্ব ছিলো ৫১৪ কিলোমিটার। কিন্তু, রেলপথে আমদানি রপ্তানি শুরু হলে তা নেমে আসবে ২১৭ কিলোমিটারে।
নেপালে দিনদিন বাংলাদেশী পন্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।রেলপথে বানিজ্যের সুযোগ হলে খরচ কমে আসবে এবং অল্প সময়েই পন্য পরিবহন করা যাবে।এভাবে চললে বাংলাদেশ শীগ্রই নেপালের মার্কেটে প্রভাব বিস্তার করতে পারবে।বর্তমানে নেপালের মার্কেট ভারতের দখলে।তবে বাংলাদেশের সাথে নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় বাংলাদেশ এই সুযোগটি কাজে লাগাতে পারবে।