Site icon The Bangladesh Chronicle

রেমিট্যান্স ও রফতানি আয়ে আবারও বাড়ল ডলারের দাম

bonikbarta.net

নিজস্ব প্রতিবেদক

দেশে ডলারের সংকট কাটিয়ে উঠতে এবং প্রবাসীদের আয় বৈধপথে পাঠাতে উদ্বুদ্ধ করার জন্য আরেক দফায় ডলারের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এক টাকা বাড়িয়ে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ডলারের বিনিময়মূল্য করা হয়েছে ১০৮ টাকা। একই সঙ্গে রফতানি আয়ে ডলারের দাম এক টাকা বাড়িয়ে ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এক মাসের ব্যবধানে ডলার ও টাকার বিনিময়মূল্যে এ পরিবর্তন আনা হলো।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) গতকাল অনুষ্ঠিত যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন এ সিদ্ধান্ত কার্যকর করা হবে আজ থেকে। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বাফেদার চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আফজাল করিম, এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আরএফ হোসেনসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা।

Exit mobile version