Site icon The Bangladesh Chronicle

রেমিট্যান্সে গতি, ২০ দিনে বেড়েছে ৩৬ শতাংশ

রেমিট্যান্সে গতি, ২০ দিনে বেড়েছে ৩৬ শতাংশ

প্রবাসী আয়ে গতি ফিরছে। চলতি মাস আগস্টের ২০ দিনে ব্যাংকিং চ্যানেলে ১৫৩ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আগের বছরের আগস্টের একই সময়ের তুলনায় যা প্রায় ৪১ কোটি ডলার বা ৩৬ দশমিক ১২ শতাংশ বেশি। এর মধ্যে প্রায় ১০৫ কোটি ডলার এসেছে শেষ ১০ দিনে। প্রথম ১০ দিনে এসেছিল মাত্র ৪৮ কোটি ডলার।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর আগে গত ১ জুলাই থেকে শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলন শুরু হয়।

গত ১৮ জুলাই গুলিতে ছয়জন শিক্ষার্থীর মৃত্যুর পর পরিস্থিতি উত্তপ্ত হয়। সাধারণ ছুটির কারণে ব্যাংক বন্ধ এবং সরকারকে চাপে রাখতে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স না পাঠাতে নানা ক্যাম্পেইন শুরু হয়। এর প্রভাবে জুলাইর শেষ দিকে রেমিট্যান্স ব্যাপক কমে যায়। গত ১৮ জুলাই পর্যন্ত যেখানে ১৪২ কোটি ২০ লাখ ডলার বা দৈনিক গড়ে ৭ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, সেখানে শেষ ১৩ দিনে আসে ৪৯ কোটি ১৫ লাখ বা দৈনিক ৩ কোটি ৭৮ লাখ ডলার। সব মিলিয়ে জুলাইতে রেমিট্যান্স নেমে আসে ১৯১ কোটি ডলার, যা ছিল ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।
দেশে ডলার সংকট কাটাতে আইএমএফের পরামর্শে কেন্দ্রীয় ব্যাংক গত ৮ মে ডলার দরে ‘ক্রলিং পেগ’ চালু করে। এক লাফে ডলারের আনুষ্ঠানিক দর ৭ টাকা বাড়িয়ে মধ্যবর্তী দর ঠিক করা হয় ১১৭ টাকা। এর পর দ্রুত বাড়ছিল রেমিট্যান্স। গত মে মাসে ২২৫ কোটি ডলার এবং জুনে ২৫৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।
রেমিট্যান্স বৃদ্ধির ফলে রিজার্ভ কমার গতিও কমেছে। গত বুধবার দিন শেষে রিজার্ভ ছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। জুনের তুলনায় ১৩০ কোটি ডলার কমে গত জুলাই শেষে যা ২০ দশমিক ৪৯ বিলিয়ন ডলারে নামে।

samakal

Exit mobile version