Site icon The Bangladesh Chronicle

রূপপুর প্রকল্পের পণ্যবাহী জাহাজ কোথায় জানা নেই : পররাষ্ট্রমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট
 ২৪ জানুয়ারি ২০২৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পণ্য নিষিদ্ধ জাহাজে পাঠানোর অভিযোগে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া ঐ জাহাজটির অবস্থান সম্পর্কেও জানে না বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

গতকাল  সোমবার চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘রাশিয়ান জাহাজ সম্পর্কে আমরা কিছুই জানি না। আমরা শুধু জানি, যেহেতু সেটি ছিল একটি নিষিদ্ধ জাহাজ, সেজন্য আমরা সেটিকে আমাদের বন্দরে ভিড়তে দেইনি। এরপর কোথায় গেল, সেটি আমরা জানি না।’ এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার বিষয়ে এক প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘আমি আশা করি, কোনো ধরনের নিষেধাজ্ঞা দুটি দেশের মধ্যে সাধারণ ও আইনগত কার্যক্রমকে ব্যাহত করবে না।’ এটি এককভাবে দেওয়া নিষেধাজ্ঞা জানিয়ে তিনি বলেন, ‘এটি জাতিসংঘের নিষেধাজ্ঞা নয়।’

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের যে কোনো উদ্যোগ উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক হওয়া দরকার। এটি কোনো দেশের বিরুদ্ধে হওয়া ঠিক নয়। এই মানদণ্ডে ঐ উদ্যোগকে বিচার করতে হবে এবং প্রশ্ন করতে হবে আমাদের যে সাধারণ লক্ষ্য আছে, সেটি অর্জনে এটি সহায়ক নাকি আমাদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করবে—এ বিষয়টি আমাদের চিন্তা করতে হবে।’

 

 

Exit mobile version