Site icon The Bangladesh Chronicle

রূপপুরের যন্ত্রপাতি কার্গো বিমানে আনা হতে পারে

 জানুয়ারি ২২, ২০২৩

ভারত থেকে ফিরে যাওয়া রুশ জাহাজে থাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতিগুলো বাংলাদেশে আনার বিকল্প উপায় নিয়ে চিন্তা-ভাবনা করছে সংশ্লিষ্টরা। এ বিষয়ে রোসাটম দায়িত্ব পালন করছে।

ওই জাহাজে থাকা কার্গো বিমানে করেও আনা হতে পারে যন্ত্রপাতিগুলো।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং রূপপুর প্রকল্প সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি নিয়ে ভারত থেকে রাশিয়ার যে জাহাজটি ফিরে গেছে সেটিতে থাকা যন্ত্রপাতিগুলো বাংলাদেশে নিয়ে আসার একাধিক রুট নিয়ে চিন্তা-ভাবনা করছে রোসাটম। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন-রোসাটম রূপপুর প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের সব ধরনের যন্ত্রাংশ রাশিয়ায় তৈরি করে রূপপুরে আনা হচ্ছে। এসব যন্ত্রপাতি নিয়ে আসার দায়িত্বও রোসাটমের। রাশিয়া থেকে সমুদ্র পথে তাদের দায়িত্বেই রূপপুর প্রকল্পে আসছে যন্ত্রপাতিগুলো। জাহাজে যন্ত্রপাতি প্রথমে আসছে মোংলা বন্দরে। এরপর সেখান থেকে পদ্মা নদী দিয়ে রূপপুর প্রকল্প সংলগ্ন নদী বন্দরে আনা হয়। সেখান থেকে জিনিসপত্র বুঝে নেয় প্রকল্প সংশ্লিষ্টরা। রাশিয়ার পতাকাবাহী জাহাজটিতে রূপপুরের যে যন্ত্রপাতি আসছিল, সেগুলো আনার বিকল্প চিন্তা-ভাবনা করা হচ্ছে। তবে এগুলো আনার উপায় কী হবে সে বিষয়ে রশিয়ার সিদ্ধান্তই চূড়ান্ত।
ডি- এইচএ
Exit mobile version