ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে রেকর্ডময় এক দিন পার করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। এক সেঞ্চুরিতে তিনি টেস্ট ইতিহাসের সেরা তিন রানসংগ্রাহককে ছাড়িয়ে গেছেন। সামনে আছেন কেবল ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। রুটের পর ইংলিশ অধিনায়ক বেন স্টোকসও আছেন সেঞ্চুরির পথে। যাতে ভর করে ভারতের বিপক্ষে ইংল্যান্ড চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে।
বিজ্ঞাপন
চলমান টেস্টের তৃতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ৫৪৪ রান। ইতোমধ্যে ইংলিশদের লিড দাঁড়িয়েছে ১৮৬ রানের। এর আগে ভারত প্রথম ইনিংসে ৩৫৮ রানে অলআউট হয়েছিল। ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজ নিশ্চিতের লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেল ইংলিশরা। যদিও দ্বিতীয় দিনেই সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে আউট হয়েছিলেন দুই ওপেনার জ্যাক ক্রাউলি (৮৪) ও বেন ডাকেট (৯৪)।
বিজ্ঞাপন
তৃতীয় দিনে নেমে গতকাল (শুক্রবার) রুট ও ওলি পোপ মিলে গড়েন ১৪৪ রানের জুটি। পোপ ৭১ রানে ফিরলেও, রুটের ব্যাটের ধার কমেনি। এই তারকা ব্যাটার থেমেছেন ১৫০ রানে। ২৪৮ বলের ইনিংসটি তিনি ১৪টি চারের বাউন্ডারিতে সাজিয়েছেন। ৩৮তম টেস্ট সেঞ্চুরিতে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন রুট। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় এখন তিনি চার নম্বরে, কুমার সাঙ্গাকারার সেঞ্চুরিও সমান ৩৮টি। এ ছাড়া টেস্টে রানসংগ্রহে একে একে রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে ছাড়িয়ে দুই নম্বরে (১৩ হাজার ৪০৯) উঠেছেন রুট। এখন তার সামনে শচীনকে ছাড়ানোর (১৫ হাজার ৯২১) চ্যালেঞ্জ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পোপ-রুটের জুটি ভাঙার পরপরই আউট হয়ে যান হ্যারি ব্রুকও। এরপর স্টোকস হ্যামস্ট্রিংয়ের চোটে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যাওয়ার আগে রুটসহ গড়েন ১৪২ রানের জুটি। পরে পায়ে ক্র্যাম্প করায় ইংলিশ অধিনায়ক ৬৬ রানে মাঠ ছেড়ে যান। দেড়শ রানে পৌঁছেই রবীন্দ্র জাদেজার বলে স্টাম্পিং হয়েছেন রুট। ততক্ষণে দলকে তিনি ১৪১ রানের বড় লিড এনে দিয়েছেন। অল্প সময়ের ব্যবধানে জেমি স্মিথ ও ক্রিস ওকস ফিরে যাওয়ার পর আবারও ক্রিজে আসেন স্টোকস।
দিনশেষে স্টোকস ৭৭ এবং লিয়াম ডসন ২১ রানে অপরাজিত আছেন। চতুর্থ দিনে ইংলিশ অধিনাকের সামনে রয়েছে সেঞ্চুরির হাতছানি। এর আগে বল হাতেও উজ্জ্বল ছিলেন স্টোকস। ভারতের প্রথম ইনিংসে তিনি টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফাইফার তুলে নিয়েছিলেন। এদিকে, ভারতের হয়ে এখন পর্যন্ত জাদেজা ও ওয়াশিংটন সুন্দর শিকার করেছেন ২টি করে উইকেট।